Monday, September 16, 2019

শুন্যতা কবিতা

       

           শুন্যতা

    আসমা খাতুন হেনা

এখন শুন্যতা গুনতে গুনতে
বড্ড হাঁপিয়ে উঠি আমি
এই যে দিনের শুন্যতা রাতের শুন্যতা
তারপর কেউ না থাকার শুন্যতা

কি যেন ভীষণ হাহাকার তার

অথচ আমরা আর্তনাদ
আমার মাঝেই
মরে মরে বেঁচে উঠে রোজ
নিজেকে পাথর মনে হয় এখন
তবু রোজই হাঁটি আমি-আমার
এক শুন্যতা থেকে আর এক শুন্যতার ভিতর   !!